Hok Na Magic Lyrics হোক না ম্যাজিক লিরিক্স - অনুপম রায় Song Is Sung by Anupam Roy kolkata Bangla Newmovie SongFrom Magic Bengali Movie. Featuring: Ankush Hazra And Oindrila Sen. Music Composed by Dabbu And Song Lyrics In Bengali Written by Raja Chanda.
Song : Hok Na Magic
Film : Magic
Singer : Anupam Roy
Music : Dabbu
Lyrics : Raja Chanda
Director : Raja Chanda
Story : Arnab Bhowmik
Screenplay : Arnab, Bibhas & Anubhab
Cinematographer : Soumyadipta Vicky Guin
Editor : MD Kalam
Presenter : Suman Sengupta
Produced By : SSG Entertainment Pvt. Ltd.
Music Label : Surinder Films
Magic Hok Na Magic Lyrics In Bengali Anupam Roy :
একটা ছুটি দিচ্ছে এনে ঘর
ছুটোছুটির শেষ হল এইবার,
ছুটতে ছুটতে হাঁপ ধরেছে পায়
ঘড়ির কাঁটায় সময় অন্তঃসার।
ছুটতে ছুটতে বাস রাস্তার মোড়
হ্যান্ডেলে হাত ধরতেই হবে ঠিক,
মনমরা মন মরিয়া হয়ে বলে
হয়ে যাবে আজ আর একটা ম্যাজিক।
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক আবার শুরু হোক,
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক আবার শুরু হোক।।
মুখোমুখি ডাকা ইশারায়
ধুলোমাখা চৌরাস্তায়,
দেখা, না দেখার ভিড়ে।
বালি ঘর নোনা দেওয়ালে
ছিঁড়ে যাওয়া স্বপ্ন জালে
রয়েছো এ বুক জুড়ে।
হাঁটতে হাঁটতে মেঘলা হল মন
জল কুয়াশায় ভরেছে চারিদিক,
এক জাদুকর বলবে জ্বেলে আলো
হয়ে যাক আজ আর একটা ম্যাজিক।
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক আবার শুরু হোক,
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক আবার শুরু হোক,
হাত বাড়ালেই পড়বে ধরা চোখ
হোক না ম্যাজিক আবার শুরু হোক,
হোক না ম্যাজিক আবার শুরু হোক।।
হোক না ম্যাজিক লিরিক্স - Hok Na Magic Anupam Roy
Ekta chuti dicche ene ghor
Chuto chutir shesh holo eibar
Chutte chutte haap dhoreche paay
Ghorir kantay somoy ontwosar
Chutte chutte bus rastar more
Handle e haat dhortei hobe thik
Monmora mon moriya hoye bole
Hoye jabe aaj ar ekta magic
Haat baralei porbe dhora chokh
Hok na magic abar shuru hok
Mukhomukhi daka isharay
Dhulomakha chourastay
Dekha na dekhar bhire
Bali ghor nona dewale
Chire jaowa shopno jaale
Royecho e buk jure
Haatte Haatte meghla holo mon
Jol kuashay bhoreche charidik
Ek jadukor bolbe jwele aalo
Hoye jaak aar ekta magic...|
Tags: Hok Na Magic Lyrics, bangalir lyrics, Bengali Lyrics, Anupom roy
0 Comments